আমোদ ডেস্ক:প্রথম ছবি দেওয়ান নাজমুলের ‘সীমারেখা’ নিয়ে ব্যস্ত থাকা নতুন নায়িকা রথী এবার দর্শকদের সামনে আসছেন একই পরিচালকের ‘ইস্টিশনের মিষ্টি মেয়ে’ নিয়ে। ‘সীমারেখা’ মুক্তির আগেই এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন রথী। পাশাপাশি চুক্তিবদ্ধ হয়েছেন ‘মনপাখি’ ছবিতে। হাসান কামরুল পরিচালিত ‘মনপাখি’র বর্ণাঢ্য মহরতও হয়ে গেছে ঘটা করে। আর গেল সপ্তাহে ব্যস্ততায় কাটলো প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘সীমারেখা’ নিয়ে। ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে ছবিটি দেখার অনুভূতি নিয়ে বৃহস্পতিবার নওগাঁর তাজ প্রেক্ষাগ্রহে দর্শকদের সঙ্গে ছবিটি দেখলেন তিনি। গতকাল রথীর জন্মস্থান বগুড়ার সোনিয়া প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সীমারেখা’। তাই তিনি নওগাঁ থেকে বগুড়া যাবেন রথী দর্শকদের সঙ্গে বসে নিজেকে আবারও দেখতে। রথী বলেন, দর্শকদের সঙ্গে বসে নিজের ছবি দেখার আনন্দ যে কতো তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার চোখে পানি চলে এসেছে বারবার। দর্শকদের ভালবাসায় আমি মুগ্ধ অভিভূত। ২০০৯ সালে স্কুল পর্যায়ের প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার’-এর চ্যাম্পিয়ন হুমায়রা নওশিন রথী’র মূল লক্ষ্য সিনেমা হলেও পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন তিনি। সেই সঙ্গে এনটিভিতে উপস্থাপনা করেছেন গানের সরাসরি অনুষ্ঠান মিউজিক্যাল ইউফোনি। এখন বাংলাভিশনে
করছেন সিনেমার গানের একটি অনুষ্ঠানের উপস্থাপনা। ‘মার্কস অলরাউন্ডার’ হওয়ার সুবাদে ২০১০ সালে এ প্রতিযোগিতা সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন। সমপ্রতি দু’টি নতুন বিজ্ঞাপনচিত্রে দেখা যাচ্ছে রথীকে। বিজ্ঞাপনচিত্র দু’টি হচ্ছে ক্রাস্টি চকোলেট ও ম্যাঙ্গোলি জুস-এর। রথী বলেন, আমার স্বপ্নজুড়ে সিনেমা। আমি সিনেমার উঁচুমানের অভিনেত্রী হতে চাই। ‘সীমারেখা’ আমার উৎসাহ অনেক বাড়িয়ে দিয়েছে। এ ছবিতে আমি পশ্চিম বাংলার সিনেমা জগতের প্রখ্যাত অভিনেতা রজতাভ দত্তের মেয়ের চরিত্রে কাজ করেছি। এটা আমার জন্য বড় একটা পাওনা। তাছাড়া ববিতা ম্যামের মতো বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। অনেক কিছুই শিখতে পেরেছি আমি তাদের কাছ থেকে। এই শিক্ষা নিয়েই আমি অভিনয় জীবনের বাকিটা পথ চলতে চাই। আমার বিশ্বাস আমি পারবো। ‘মনপাখি’ এবং ‘ইস্টিশনের মিষ্টি মেয়ে’ ছবি দু’টিতে আরও পরিপূর্ণ রথীকে দেখতে পাবেন দর্শকরা।