[ads1]সম্প্রতি পি এ কাজলের পরিচালনায় নির্মিত ”চোখের দেখা” ছবিটি আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়ে রয়েছে মুক্তির অপেক্ষায়। আর এই ছবিটির সাথে সাথে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন আলোচিত মডেল-অভিনেত্রী জ্যাকুলিন মিথিলা ! কারণ এই ছবিটির আইটেম গানে ছবিটির খলনায়ক শতাব্দী ওয়াদুদের সাথে পারফর্ম করেছেন। তিনি। জ্যাকুলিন মিথিলার পারফর্ম করা ”পানের ভিতর শুপারি আমি” শিরোনামের এই আইটেম গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা।
নিজের প্রথম ছবি মুক্তি প্রসঙ্গে জ্যাকুলিন মিথিলা বললেন,”আমি আসলে খুবই এক্সাইটেড ছবিটি নিয়ে। আমি গানটিতে দর্শকদের ভালো লাগার মত পারফর্ম করার চেষ্টা করেছি। আশা করছি দর্শকরা আমাকে ভালোভাবেই গ্রহণ করবেন।”[ads2]
কথা প্রসঙ্গে জ্যাকুলিন মিথিলা আরও বললেন,”অনেকেই আমাকে প্রশ্ন করেন নায়িকা হবার ইচ্ছা আমার আছে কি না ? নায়িকাতো হতে চাই। তবে এখনই না। আমার ইচ্ছা আরও কিছু আইটেম গানে পারফর্ম করে দর্শকদের মনে জায়গা করে নেওয়ার। তারপর আমি নায়িকা হিসেবে কাজ করার চিন্তা করব। কারণ দর্শকরা যদি আমাকে নাই চেনেন,নাই গ্রহণ করেন তবে আমার নায়িকা হয়ে লাভ কি ? কাজেই এ বিষয়ে আমি তাড়াহুড়া করতে চাই না। আমি আস্তে ধীরেই এগুতে চাই।”
এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক ও মডেল-চিত্রনায়িকা অহনা। এ ছাড়াও এই ছবিটিতে আরও অভিনয় করেছেন ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেতা শতাব্দী ওয়াদুদ ও শামস সুমন। কুশলী মাল্টিমিডিয়া প্রযোজিত ”চোখের দেখা” ছবিটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য করছেন পরিচালক পি এ কাজল নিজেই।[ads1]
[ads2]