দিল্লী-৬ ছবিটির মাধ্যমে ছোট্ট চরিত্র ‘রমা’র মধ্য দিয়ে বলিউডে পা রাখেন হায়দ্রাবাদের সুন্দরী অভিনেত্রী অদিতি রায় হায়দরি। ছোট ছোট চরিত্রে অভিনয় করে বর্তমানে বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার লড়াই করে যাচ্ছেন তিনি। বলিউডের নতুন ছবিতে অভিনয়ের সুযোগও তৈরি হচ্ছে তার। আর এরইমধ্যে একটি ম্যাগাজিনের প্রচ্ছদে ‘টপলেস’ হয়ে ফটোশ্যুট করায় দারুণ আলোচিত অদিতি!