ঢাকা: ভারত জুড়ে চলছে একের পর এক ধর্ষণকাণ্ড! দিন যত যাচ্ছে ততই যেন বাড়ছে এসব ঘটনা। আর বাড়বেই বা না কেন? যে দেশের বিভিন্ন শহরে বিক্রি হয় টপলেস নায়িকাদের পোস্টার, সে দেশে এসব ঘটনা যেন মামুলি।
ইন্টারনেট থেকে খুব সহজেই এসব ছবি নামিয়ে বিভিন্ন সাইজের পোস্টার তৈরি করে বিক্রি হচ্ছে। উঠতি বয়সের ছেলেদের দৃষ্টি কাড়তে দোকানগুলোতে নানা রকম কারিশমাও করা হচ্ছে। বড় মাপের এই ছবিগুলোকে টাঙিয়ে দেয়া হয় লোক সম্মুখেই। ইঞ্জিনিয়ারিং কলেজ, ফ্যাশন টেকনোলজি, বিশ্ববিদ্যালয়, এমনকি পার্কের পাশেও অস্থায়ী দোকানে বিক্রি হচ্ছে এসব পোস্টার।
দোকানগুলোতে মিলচ্ছে হালের নায়িকা থেকে পুরোনোদেরও ছবি। আবার চাহিদা মতো অনেক নায়িকাকেও ফটোশপের মাধ্যমে টপলেস করা হচ্ছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আলিয়া ভাট, তারপরই রয়েছেন নার্গিস ফকরি। তবে কম যাচ্ছেন না বিপাশা বসুও।