‘টিনের চশমা পরি নাই, দৃষ্টিশক্তিও যায় নাই’

0

faruqueeঢাকা: পিঁপড়াবিদ্যা’ পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘জ্বি না, আমি টিনের চশমা পরি নাই। দৃষ্টিশক্তিও যায় নাই।’ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে আনিসুল হকের নির্বাচনী সভায় গিয়ে আলোচনায় আসেন এ পরিচালক। মঙ্গলবারের নির্বাচনে ব্যাপক অনিয়ম ঘটে, এ প্রসঙ্গে অনেকে ফারুকীকে ফেসবুকে মেসেজ দেন। বিষয়টি খোলাসা করতে বুধবার দীর্ঘ স্ট্যাটাস লিখেন ফেসবুকে।

তিনি লিখেন, ‘জ্বি না আমি টিনের চশমা পরি নাই। দৃষ্টিশক্তিও যায় নাই।

আমি এ সব নিয়ে কথা বলছি না। কারণ আমি ঠিক করেছি রাজনীতি নিয়ে কথা কিছুদিন কম বলব। সামনে একটা বড় ছবির প্রস্তুতি নিতে হচ্ছে আমাকে। এ সব আলাপে যুক্ত হলে আমার ধ্যানে ঝামেলা হয়।

তারপরও গতকাল থেকে যারা যারা অগণিত মেসেজ এবং নির্বাচনী অনিয়মের ভিডিও পাঠিয়ে আমাকে অভিযুক্ত করেছেন আনিসুল হকের পক্ষে বক্তৃতা দেয়ার জন্য— তাদের উদ্দেশে আমার কৈফিয়ৎ দেয়া প্রয়োজন মনে করছি।

প্রথম কথা হচ্ছে, আমি আনিসুল হকের নির্বাচনী সভায় গেছি ব্যক্তিগত কারণে। আমি খুশিই হয়েছিলাম তার মতো ইমেজের একজনকে মনোনয়ন দেয়াতে। কালকের নির্বাচনে যা যা ঘটল, তারপর সেই ইমেজের কী অবস্থা দাঁড়াল বা ভবিষ্যৎ প্রজন্ম উনার ইমেজকে এ ঘটনার আলোকে কোন চোখে দেখে সেটা সময়ই বলে দেবে।

কিন্তু একটা কথা পরিষ্কার বলা দরকার, আনিস ভাইয়ের সভায় গেছি মানে যে জাল ভোট বা আর যা যা অনিয়ম হয়েছে সেটাকেও সমর্থন করব— তা একদমই না।

যা যা নিজের চোখে এবং ভিডিওতে বা প্রথম ঘণ্টায় কিছু টিভির রিপোর্টে দেখেছি তাতে আমি নিশ্চিত সেটা ঘোরতর আওয়ামী লীগারের পক্ষেও সমর্থন করা মুশকিল। আর আমার তো কোনো দলই নাই। আমি সেটা ওউন করব কেন?

সবশেষে, একটা কথা পুনরায় বলতে চাই, কোনো দল বা মত বা পথের প্রতি আমার কোনো চিরস্থায়ী আনুগত্য বা বিরাগ নাই। আমার সমর্থন সব সময়ই ইস্যুভিত্তিক।

ধন্যবাদ। সকলের মঙ্গল হোক।’

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More