বিসিবি আয়োজিত সেলিব্রেশন কনসার্ট নিয়ে মাইলস ব্যান্ডের হামিন আহমেদ তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন-
“বঙ্গবন্ধু স্টেডিয়ামে টি ২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মাইলসকে পারফর্ম করতে দেয়া হয় নি, যদিও মাইলস উপস্থিত ছিল ও পুরোপুরি তৈরি ছিল বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির সর্বকালের ‘মিরজাফর’ আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড এল আর বি’র ভয়ানক ষড়যন্ত্র উপেক্ষা করে; যারা কিনা ২০ মিনিটের জায়গায় ৪০ মিনিট পারফর্ম করেছে! ধিক্কার জানাই ইভেন্টের আয়োজক গ্রে ও আইয়ুব বাচ্চুর প্রতি।’
কাহিনী কিন্তু অবশ্যই এখানেই শেষ নয়!
এল আর বি ও আইয়ুব বাচ্চুর প্রতি আক্রমণাত্বক মন্তব্যের প্রতিক্রিয়া আসতে দেরি হয় নি। আইয়ুব বাচ্চুর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেইজ থেকে বলা হয়-
‘বাংলাদেশের আরেকটি প্রখ্যাত ব্যান্ড সঠিক সময়ে উপস্থিত না হওয়ায় তারা পারফর্ম করতে পারে নি। আমাদের পারফর্ম করার কথা ছিল সবার শেষে। কিন্তু যখনই আমরা স্টেডিয়ামে ঢুকলাম আয়জকরা আমাদেরকে স্টেজে উঠতে জোরাজুরি শুরু করে। আমরা তাদেরকে বললাম, আমাদের তো এখন পারফর্ম করার কথা নয়! আমাদের সময় ছিল সাড়ে পাঁচটা-ছয়টা পর্যন্ত। কিন্তু তারা বললেন আমাদেরকে তখনই শুরু করতে হবে। এরপর আমাদের গান গাইবার কথা ছিল ৪ টা, তারা আমাদেরকে আরো ২ টা গান গাইতে বললেন, আমরা তা করলামও!
এখন আপনারাই বলুন, কেন আমাদের দেশের সিনিয়র ব্যান্ড সঙ্গীত শিল্পীদের একজন ফেসবুকে আমাদের বিরুদ্ধে এরকম বাজে মন্তব্য করলেন? আমাদের বলতেও কষ্ট হচ্ছে যে, আমরা একই জগতের! কিন্তু আয়োজকদের জিজ্ঞাসা না করে তারা কীভাবে আমাদেরকে দোষ দিতে পারেন? প্রশ্নটা সরাসরি আয়জকদের করা উচিত। কিন্তু সেই শিল্পী আইয়ুব বাচ্চুকে মীর জাফর বলেছেন তার বক্তব্যে। sorry my musical brother !!! Feel sorry for your mentality , I would request please go and talk to the organizer .’