পর্নো তারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওনের বিভিন্ন ছবি ও ভিডিও সবচেযে বেশি ডাউনলোড করা হয় মুঠোফোনে। ভারতীয় মুঠোফোন ব্যবহারকারীদের ওপর করা এয়াটেলের এক বার্ষিক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। নারী ও পুরুষ উভয় ক্যাটাগরিতে প্রথমে আছেন সানি লিওন। বলিউড সুপারস্টার শাহরুখ খানের চেয়ে শতকরা ৩০০ ভাগের বেশি ডাউনলোড করা হয় সানি লিওনকে। নারী ক্যাটাগরিতে ‘জ্যাকপট’ তারকা সানির পর দ্বিতীয় স্থানে আছেন শেরলিন চোপড়া। তৃতীয় স্থানে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার চাচাতো বোন পরিণীতি আছেন চতুর্থ স্থানে। তালিকার পঞ্চম স্থানে আছেন পুনম পাণ্ডে। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড হয় রনবীর কাপুরকে। এর পরের দুটি স্থানে আছেন যথাক্রমে শহীদ কাপুর ও রনবীর সিং। শাহরুখ খান আছেন চতুর্থ স্থানে। তারপরই আছেন ‘দাবাং’ তারকা সালমান খান। সূত্র: এনডিটিভি