[ads1]গত বছর থেকেই শিল্পপতি স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে দাম্পত্য কলহ শোনা যাচ্ছিল এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুরের। যা শেষ পর্যন্ত ডিভোর্সের মধ্য দিয়ে শেষ হলো! সদ্য স্বামীকে ডিভোর্সের পর এবার শোনা যাচ্ছে ফের অভিনয়ে নিয়মিত হতে চলেছেন কারিনা কাপুরের বড় বোন কারিশমা কাপুর!
সদ্য স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ঝামেলিা মিটিয়ে মুক্ত জীবনে ফিরলেন কারিশকা কাপুর। আর এরমধ্যেই শোনা যাচ্ছে আবারও অভিনয়েই নিয়মিত হতে চলেছেন তিনি। এরমধ্যে একাধিক সিনেমায় অভিনয় করতে চুক্তিবদ্ধও নাকি হয়েছেন।
শীর্ষস্থানীয় ভারতীয় অনলাইন পোর্টালের একটি খবরে প্রকাশিত হয়েছে, সঞ্জয়কে ডিভোর্স শেষে ফের সিনেমায় ফিরছেন কারিশমা। এরমধ্যে একটি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। ছবির গল্প ও নির্মাণ ভাবনা ভালো লেগে যাওয়ায় ওই ছবিতে সই করেছেন তিনি। ক্রীড়া নির্ভর এই ছবিটিতে তাকে একজন কোচ হিসেবে দেখা যাবে। [ads2]
তবে ছবিটি নিয়ে কিছুই বলেননি ৪১ বছর বয়সী কারিশমা কাপুর। তবে নতুন সিনেমা নিয়ে আশাবাদী হলেও যে ছবিটিতে তার অভিনয়ের কথা শোনা যাচ্ছে সেই ছবি তিনি আদৌ করবেন কিনা সে বিষয়ে নিশ্চিত নন কারিশমা নিজেও। এর মূল কারণ যদিও ছবিতে বেশির ভাগই নাকি একেবারে নতুন মুখ। তাছাড়া ছবিটিকে তার কমার্শিয়াল ঘরানারও মনে হয়নি। তবে এখনও এই বিষয়ে নিশ্চিত করে কিছুই বলেননি কারিশমা।
‘রাজাহিন্দুস্তানি’ খ্যাত এই তারকা অভিনেত্রী বিয়ের পর সিনেমা থেকেও নির্বাসনে থাকলেও গত বছরে ‘ডেঞ্জার ইশক’ নামে একটি সিনেমায় অভিনয় করেন। তবে ডিভোর্সের পর তিনি পুরোপুরি নাকি সিনেমায় মনোনিবেশ করতেই আগ্রহী। এখন দেখার বিষয় বলিউডের মূল ঘরানার ছবিতে তার ফেরাটা কেমন হয়! [ads1]