বেশকিছু দিন ধরেই শোনা যাচ্ছিল ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। খবরটি মিথ্যা নয়, সত্যি সত্যিই মিসেস খান আসছেন ঢাকায়। কারিনার বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর শোবিজ লিমিটেডের চেয়ারম্যান স্বপন চৌধুরী।
এনটিভি অনলাইনকে স্বপন চৌধুরী বলেন, ‘আগামী ১১ ফেব্রুয়ারি কারিনা কাপুর ঢাকায় আসবেন। ১২ ফেব্রুয়ারি ‘বলিউড কুইন নাইট’ শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে কারিনাকে আমরা জনসম্মুখে আনব। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি আয়োজন করার কথাবার্তা চলছে।’
‘বলিউড কুইন নাইট’ অনুষ্ঠানে কারিনা ছাড়াও বলিউডের আর কোনো তারকাকে দেখা যাবে কি না জানতে চাইলে স্বপন চৌধুরী বলেন, ‘কারিনা ছাড়া সংগীতশিল্পী কণিকা কাপুর ও জাবেধ আলি আসবেন। দর্শকদের জনপ্রিয় গানগুলো শোনাবেন তাঁরা।’
বাংলাদেশ থেকে কোনো তারকা এই অনুষ্ঠানে অংশ নেবেন কি না জিজ্ঞাসা করতেই স্বপন চৌধুরী বলেন, ‘অবশ্যই বাংলাদেশি তারকারাও অংশ নেবেন এতে। তবে কোন কোন বাংলাদেশি তারকা থাকবেন, সেটা এখনো চূড়ান্ত হয়নি।’
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে থাকবে অন্তর শোবিজ।