সানি লিওন ঢাকায় আসছেন। এ খবরে সরগরম বাংলাদেশ। বেশ কয়েকটি ইসলামী দল ঘোষণা দিয়েছে তাকে রুখে দেওয়ার।
এই যখন অবস্থা তখন জানা গেল নতুন খবর। আর তা হলো ঢাকায় আসছেন না সাবেক এ পর্ন তারকা। কারণ বাংলাদেশে সানি লিওন আসছেন এ গুজব কে ছড়িয়েছেন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ও এ ধরনের কোনো খবর জানে না। আর খোদ সানি লিওনের ভারতীয় এজেন্ট বি-টাউন এন্টারটেইনমেন্ট বলছে, তারা এ বিষয়ে কিছুই জানেন না।
বে-এন্টারটেইনমেন্টের এক কর্মকর্তা জানান আমরা বাংলাদেশে আগামী মাসে কোনো কনসার্টের আয়োজন করছি না। সর্বশেষ মে মাসে আমরা শ্রেয়া ঘোষালকে নিয়ে একটি কনসার্টের আয়োজন করেছিলাম। সানি লিওনকে নিয়ে বাংলাদেশে কোনো কনসার্ট আয়োজনেরও পরিকল্পনাও আমাদের এখন নেই।
গণমাধ্যমে এও বেড়িয়েছে, সেপ্টেম্বরে বসুন্ধরা কনভেশন হলে এই কনসার্ট হবে এবং সর্বনিম্ন টিকিটের মূল্য জানানো হয় ১৫ হাজার টাকা।