মোনালির বাংলাদেশে আগমন নিয়ে শনিবার সন্ধ্যায় বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করবে আয়োজক প্রতিষ্ঠান। সেখানে বিস্তারিত জানানো হবে বলে প্রতিষ্ঠানের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
মুম্বাইয়ের বলিউড আর কলকাতার টলিউড-এই দুই ফিল্ম ইন্ডাষ্ট্রিতেই প্রতিষ্ঠিত প্লে-ব্যাক শিল্পী হিসেবে নিয়মিত গান করছেন মোনালি।
‘রঘুপতি রাঘব’ (কৃশ থ্রি), ‘সাওয়ার লু’ (লুটেরা), ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘আগা বাঈ’ (আইয়া), ‘তুনে মারি এন্টি’ (গুন্ডে) প্রভৃতি গানগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
এছাড়া টলিউডের মোনালির গাওয়া ‘ইটস ১০০% লাভ’ (১০০% লাভ) , ‘মাধু’ (রংবাজ), ‘পেয়ার লাল’ (দুই পৃথিবী) প্রভৃতি গানগুলোও দারুণ জনপ্রিয় হয়েছে।