রোজার ঈদের চাঁদ উঠার আগেই তমা মির্জা দু’হাত ভরে মেহেদির আল্পনা এঁকেছেন। তবে খুশিতে নয়, কাজের খাতিরে। মমতাজ মেহেদীর বিজ্ঞাপনে মডেল হলেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। গত সপ্তাহে কলকাতায় এর দৃশ্যায়ন হয়। এটি নির্মাণ করেছেন সোনালী চ্যাটার্জি। কোরিওগ্রাফি করেছেন ভাস্কর। এর গান তৈরি করেছেন ডাব্বু। এরই মধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে। এ প্রসঙ্গে তমা বললেন, ‘বিজ্ঞাপনটির ভাবনা আমার ভালো লেগেছে। এতে নাচ-গানের সমন্বয় রয়েছে। আমি ছোটবেলা থেকেই নাচতাম। কাজটি করে ভালো সাড়া পাচ্ছি।’