জনপ্রিয়তার পাশাপাশি টিভি অনুষ্ঠান ‘সত্যমেভ জয়তে’ সমাজে প্রভাববিস্তারও করছে। আমির খানের এই টিভি অনুষ্ঠানের নতুন মৌসুম শুরু হচ্ছে। এর আরও ব্যাপক বিস্তৃতির জন্য অভিনব কৌশল নিয়ে হাজির হচ্ছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা।
‘সত্যমেভ জয়তে’র আগের আসরগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণই বেশি ছিল। কিন্তু এবার তারকাদেরও যুক্ত করা হচ্ছে। এর মধ্যে একটি পর্বে একসঙ্গে হাজির হওয়ার জন্য বলিউডের তিন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রনৌত ও পরিনীতি চোপড়াকে আমন্ত্রণ জানিয়েছেন আমির।
পিঙ্কভিলা ওয়েবসাইটের দেওয়া তথ্যানুযায়ী, নারীর ক্ষমতায়ন বিষয়ে ২৮ বছর বয়সী দীপিকা, ২৭ বছর বয়সী কঙ্গনা ও ২৫ বছর বয়সী পরিণীতির সঙ্গে আড্ডা দেবেন আমির।
টানা চারটি হিট ছবির সুবাদে গত বছরের সবচেয়ে সফল তারকা দীপিকা। অন্যদিকে ‘কুইন’ ছবির সুবাদে বলিউডের কুইন বনে গেছেন কঙ্গনা। আর পরিণীতি ‘ইশাকজাদে’ ও ‘শুধ্ দেশি রোমান্স’-এর মতো ছবির মাধ্যমে বলিউডে ক্রমেই জায়গা শক্ত করছেন। পর্দায় তিনজনেরই ভালো সময় যাচ্ছে এখন।