মাথায় সাদা টুপি গায়ে লম্বা সাদা পান্জাবী মুখে লম্বা সাদা দাঁড়ী ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আফজাল। ফেসবুকে ইফা ডিজিকে এভাবেই উপস্থাপন করা হচ্ছে। এতে তেমন সমস্যা ছিল না। কিন্তু বিপত্তি ঘটেছে নগ্ন পোষাকের মেয়ের জন্মদিন পালন করা নিয়ে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আকারে ছড়িয়ে পড়ছে।
কিন্তু ছবির ওই দাড়ি টুপিওয়ালা ব্যক্তি পরিমনির বাবাও নন, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যানও নন। তিনি হচ্ছেন পরিমনির নানা।
তবে ফেসবুকাররা ওই ছবির দাড়ি টুপিওয়ালা ব্যক্তিকে ইফা ডিজি শামিম আফজাল বলে ভুয়া প্রচারণা চালাচ্ছে। তাদের দাবি শামিম আফজালের মেয়ে বাংলাদেশের বর্তমান সময়ে আলোচিত নায়িকা পরিমনি।
ছবিতে দেখা যাচ্ছে পরিমনি এ পোষাকেই অনেকটা খোলামেলা পোষাক পরিহিত পরিমনির জন্মদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে (অন্য ধর্মের সংস্কৃতি) নিভিয়ে জন্মদিন পালন করছেন। এটি বর্তমানে সোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে।
সোসাল মিডিয়ায় দাবি করা হয়, পরিমনির প্রথম ছবি অশ্লীলতার কারনে সেন্সর বোড আঁটকে দিয়েছিল।
এই ছবিগুলো সর্ব প্রথম প্রকাশিত হয় এনটিভি অনলাইনে। সেখান থেকেই কপি করে ছবিগুল ছড়িয়ে পড়ে।
এদিকে ইফা ডিজি শামীম আফজাল আগে থেকেই দেশের মানুষকে ফতোয়া দিয়ে কিছুটায় আলোচনায় আছেন।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের অফিস ফোন ০২-৮১৮৬৫৩ একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও শুক্রবার থাকায় দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।