২০ ফেব্রুয়ারি অভিনেত্রী তিশার জন্মদিন। পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বউয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, ‘শুভ জন্মদিন, তিশা। চিন্তা করছি, সেই দিন সাহস করে শুটিং-বাড়িতে প্রস্তাবটা না দিয়ে ফেললে আমার জীবনের রাস্তাটা যে কোন দিকে যেত, আল্লাহই জানে। আই লাভ ইউ, কাঁচা মরিচ।’
তিশাকে কেন ফারুকী কাঁচা মরিচ বললেন, এ বিষয়ে দুজনেই মুখ খুলতে নারাজ। তবে তাঁদের হাসিতে ছিল রহস্য! আজ সকাল ১০টায় মুঠোফোনে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন
অভিনেত্রী তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
প্রশ্ন : শুভ জন্মদিন। কেমন আছেন তিশা?
উত্তর : অনেক ধন্যবাদ। ভালো আছি।
প্রশ্ন : জন্মদিন কীভাবে পালন করছেন?
উত্তর : আমি তো শুটিংয়ে আছি।
প্রশ্ন : কোথায় শুটিং করছেন?
উত্তর : উত্তরায়। নাটকের শুটিং করছি।
প্রশ্ন : ফেসবুকে মোস্তফা সরয়ার ফারুকী আপনার জন্মদিন উপলক্ষে একটি স্ট্যাটাস দিয়েছেন। আপনি কি পড়েছেন?
উত্তর : হ্যাঁ, দেখেছি।
প্রশ্ন : আচ্ছা, মোস্তফা সরয়ার ফারুকী আপনাকে কাঁচা মরিচ নামে ডাকেন কেন?
উত্তর : তা তো আমি জানি না!
প্রশ্ন : জন্মদিনের উপহার এবং শুভেচ্ছাবার্তা কেমন পাচ্ছেন?
উত্তর : অনেক শুভকামনা পাচ্ছি।
প্রশ্ন : এনটিভি অনলাইনকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
উত্তর : আপনাকেও ধন্যবাদ।
‘কাঁচা মরিচের’ রহস্য উদঘাটনে এর ‘উদ্ভাবক’ মোস্তফা সরয়ার ফারুকীর শরণাপন্ন হতেই হলো।
তিশাকে কেন ‘কাঁচা মরিচ’ ডাকেন? জিজ্ঞাসা করতেই ফারুকী রহস্যময় হাসি দিয়ে বলেন, ‘কিছু বিষয় থাক না গোপন।’