হুমায়ূন আহমেদের সাথে বিচ্ছেদের পর থেকে অনেকটা আড়ালেই চলে গিয়েছিলেন গুলতেকিন খান। কখনোই আসতেন না মিডিয়ার সামনে। দেখাও যেতন না তাকে কোন সামাজিক অনুষ্ঠানেও। তবে এবার তার দেখা মিলল।
দীর্ঘদিন পর তিনি এলেন একটি বিয়ের অনুষ্ঠানে। আর সেখানেই ক্যামেরা বন্দী হলেন জনপ্রিয় অভিনেত্রী সূবর্ণা মুস্তাফার সাথে। দীর্ঘদিন প্রবাস যাপনের পর সম্প্রতি দেশে ফিরেছেন গুলতেকিন। থাকছেন ঢাকাতেই। নিয়মিত কবিতা লিখছেন তিনি।
এদিকে শনিবার সন্ধ্যায় বিউটি স্পেশালিস্ট ফারজানা শাকিলের মেয়ের বিয়েতে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে পুরানো বন্ধুদের পেয়ে বেশ সাবলীল ভঙ্গিতে আড্ডায় মেতে ওঠেন তিনি।
দীর্ঘদিন পর মিডিয়ার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হলে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি। ক্ষণিকেই হারিয়ে যান সোনালি অতীতে। সুবর্ণা মুস্তফাসহ অনেকের সঙ্গে ছবি তোলেন। হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন। ঠোঁটের কোণে তার সেই চিরচেনা হাসি যেন আজও অমলিন।