দীর্ঘ দিনের জমানো বরফ গলিয়ে শেষ অবধি বিয়েটা সেরেই ফেললেন নিলয়-শখ

0

olpo-olpo-premer-golpo-movie-shokh-niloy-10ক্যারিয়ারের সূচনা লগ্ন থেকে বাস্তব জীবনেও তারা জুটিতে পরিণত হন। একে অন্যের সঙ্গে গাঁথা পড়েন প্রেমের সম্পর্কে। এরপর দীর্ঘ সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে তাঁরা দুজন একে অপরের ছায়াও মাড়াতেন না। সেটা ২০১২ সালের শেষের দিকের কথা। কিন্তু ২০১৫ সালের জুনের শেষে এসে আলোচিত জুটি শখ ও নিলয়ের সেই শীতল সম্পর্কের বরফ কিছুটা  গলতে শুরু করে । আবারও জুটি হয়ে অভিনয় শুরু করেন শখ ও নিলয়। –

থেকেই বরফ গলা শুরু, অবশেষে অনেকটা আকস্মিকভাবেই বিয়েটা সেরে ফেললেন মডেলিং, টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় জুটি নিলয়-শখ।

বিনোদন ফিচার, সময়ের কণ্ঠস্বর: অবশেষে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে পারিবারিকভাবে বিয়ে করেন এই জুটি। শখের পুরনো ঢাকাস্থ বাবার বাসায় এ বিয়ে সম্পন্ন হয়। পারিবারিকভাবে দুই পরিবারের সদস্যরা এ বিয়েতে উপস্থিত ছিলেন।

নিলয়-শখের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, বিয়ের পর নিলয় শখকে নিয়ে সংসার সাজাবেন তার উত্তরাস্থ বাসায়। বিয়েতে দেনমোহর ধার্য করা হয় দশ লাখ টাকা।

নতুন করে সম্পর্কের জোড়া লাগা প্রসঙ্গে সম্প্রতি গনমাধ্যমকে শখ বলেছিন, ‘মাঝে আমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। এখন আমাদের সেই ভুল ভেঙে গেছে। আমরা এখন আবার কাজ শুরু করেছি। আমরা দুজন এখন আবার খুব ভালো বন্ধু। এ বন্ধুত্ব অটুট থাকবে বলেই আমার বিশ্বাস।’
শখের এমন ধরনের মন্তব্যের সঙ্গে একমত ছিলেন নিলয়ও। নিলয় জানিয়েছিলেন , ‘ভুল-ত্রুটি নিয়েই মানুষ। আমরাও এসবের ঊর্ধ্বে নই। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা দুজনেই নিজেদের ভুল বুঝতে পেরেছি। সবকিছুর ওপরে আমরা ভালো বন্ধু। এই সম্পর্কটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

মিডিয়ায় ভাঙ্গনের সুর বাজছে একের পর এক। এমন অনাকাংখিত কিছু ছাপিয়ে ‘শেষ অবধি কথা রাখলেন তারা’ । পরিবার ও পাঠকের পক্ষ থেকে এই জনপ্রিয় জুটির জন্য তাই রইলো নিরন্ত শুভকামনা।

ফিরে দেখা

২০১২ সালের মাঝামাঝি সময়ে সোহেল আরমানের নাটকে শেষ জুটি হয়ে অভিনয় করেছিলেন শখ ও নিলয়। তবে এ জুটির প্রথম নাটকটি ছিল রুপার শেষ কথা। যেটি প্রচারিত হয় ২০১১ সালে।
শোবিজের আলোচিত দুই মুখ শখ ও নিলয় প্রথম জুটি হন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে। প্রথম বিজ্ঞাপনচিত্রে তাঁরা বাজিমাত করেন। এরপর নাটক ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্থিরচিত্রের মডেল হন তাঁরা। কাজ করেছেন অসংখ্য স্টেজ শোতেও। সানিয়াত হোসেনের পরিচালনায় অল্প অল্প প্রেমের গল্প ছবিতেও তাঁরা জুটি হন। কাজের সুবাদে তাঁদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব। দুজনের এই বন্ধুত্বের সম্পর্ক একটা সময় সম্পর্ক গড়ায় প্রেমে। কিন্তু শখ-নিলয়ের সেই প্রেম বেশিদিন টেকেনি। একপর্যায়ে তাঁরা দুজন কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলতেন না। এমনকি হতো না তাঁদের চোখ দেখাদেখিও। ছবি মুক্তির কারণে গত বছর তাঁরা দুজন আবার এক হয়েছিলেন। তখন ছিল শুধুমাত্র ছবির প্রচারণার জন্যই।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More