একজন বিরাট তারকা হয়েও নিজের ব্যক্তিগত জীবন কিভাবে প্রচারের আড়ালে রাখা যায়- প্রিয়াঙ্কা চোপড়া তা ভালো করেই জানেন!
দীপিকা পাড়ুকোন বা ক্যাটরিনা কাইফদের চেয়ে কদর মোটেও কম নয় প্রিয়াঙ্কার। কিন্তু অন্যদের প্রেম-ভালোবাসা-সম্পর্ক যখন আলোচনার নৈমিত্তিক বিষয়- প্রচারমাধ্যম তখন আশ্চর্য্যভাবে নীরব প্রিয়াঙ্কার ব্যক্তিগত জীবনের এসব প্রসঙ্গ নিয়ে।
মাঝে অবশ্য শাহরুখ খান কিংবা শহীদ কাপুরদের সঙ্গে উচ্চারিত হয়েছে তার নাম। সেসব কাহিনী আবার ভুলেও গেছে লোকে। তার মানে কি প্রিয়াঙ্কার জীবনে আপাতত নেই কেউ? সাধারণত এসব বিষয়ে সাবেক বিশ্বসুন্দরী মুখ খোলেন না কখনো। কিন্তু সম্প্রতি তার দুধু দুধু খেলা নিয়ে তিনটি ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। কেন তিনি এমনটা করতে গেলেন?
ভারতের একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বেশ রসিকতা করেই এই প্রশ্নের উত্তর দিলেন তিনি, ‘কখনো তো বলিনি আমি কিছু করি না কিম্বা আমি একা! লোকেই বরং বলেছে, কারো সঙ্গে আমার সম্পর্ক নেই।’
তবে কি এটা সম্পর্কের বহিঃপ্রকাশ??