তেলেগু অভিনেত্রীকে দেখে মোটরসাইকেলে দুই যুবক অঙ্গভঙ্গি করলে পুলিশে নালিশ করেন তিনি। সেই ভিডিও তার ফেসবুকে আপলোড করে সাধারণ মানুষের সাহায্য চেয়েছেন আশমিতা।
ঘটনাটি ক’দিন আগের। অভিনেত্রী আশমিতা কারনানি গাড়িতে বাড়ি ফেরার সময় বাইকে থাকা ওই দুই যুবক তার পিছু নেয়। এরপর ওই দুই যুবক নানান অঙ্গভঙ্গি করতে থাকে। গাড়ি থামানোর কথায়ও বলে ওই দুই যুবক।
পুলিশের কাছে অভিযোগ জানান ওই অভিনেত্রী। কিন্তু পুলিশ কাজের কাজ কিছুই করেত পারেনি।
এদিকে আশমিতা এ ঘটনার পুরোটাই মোবাইল ফোনে ভিডিও করে রাখেন। সেই ভিডিও তার ফেসবুকে আপলোড করে সাধারণ মানুষের সাহায্য চেয়েছেন তিনি। সেই থেকেই খোঁজে খোঁজ পড়ে যায় সেই দুই যুবকের।
অন্যদিকে রেড স্যান্ডার চোরাচালান মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় তেলেগু অভিনেত্রী নীতু আগারওয়াল জামিনের আবেদন করেছেন।
জানা গেছে, অন্ধ্র প্রদেশ রেড স্যান্ডার মামলার ১০ নম্বর আসামি হিসেবে পুলিশের খাতায় নাম ছিল নীতু আগারওয়ালের। ফলে এ মামলায় ২৬ এপ্রিল অভিনেত্রীকে গ্রেপ্তার করে অন্ধ্র প্রদেশের কুর্নল ডিস্ট্রিকের পুলিশ।