তার সংগ্রহে আছে বিভিন্ন নামি-দামি ব্রান্ডের গাড়ি। শনিবার বিকেলে সেলবি কাপ কার রেসিংয়ে অংশ নিয়েছিলেন ৫৯ বছর বয়সী এ অভিনেতা। খুব আশাবাদী ছিলেন তিনি। রেডি হয়ে বসে ছিলেন ড্রাইভিং সিটে। বাঁশি বাজার সাথে সাথে ছুঁটেছিলেন তিনি। কিন্তু ভাগ্য খারাপ। তার সামনের গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল।
এদিক ওদিক ছুঁটতে লাগল। বিপদ বুঝতে পেরেও তিনি গাড়ি থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ততক্ষণে দেড়ি হয়ে গেছে।
তার গাড়িটি ধুম করে গিয়ে ধাক্কা খেলো ওই গাড়ির সাথে। বেচারা অ্যাটকিনসনের সব স্বপ্ন ভেস্তে গেলো। মাঝপথে বসে থাকতে হলো তাকে।
দুর্ঘটনায় তার ফোর্ড ফ্যালকন স্প্রিন্ট গাড়িটির ক্ষতি হলেও তিনি সুস্থ আছেন।-ডেইলি মেইল