আমোদ ডেস্কঃ বলিউডে সাফল্যের সব নিয়ম বদলে দিল যশরাজ ফিল্মের ধূম থ্রি। মাত্র চার দিনে ২০০ কটিতে পা রেখে রেকর্ড গড়ে আমির-ক্যাটরিনার ধূম থ্রি। গত শুক্রবার মুক্তি পাওয়ার পর থেকে আজ পর্যন্ত ছবিটির আয় ৩১৩ কোটি রূপি।
যার মধ্যে ভারতে ব্যবসা করেছে ১২৯.৩২ কোটি রূপি, বিদেশে ১০০ কোটি রূপির বেশি ব্যবসা করেছে। বড় দিনের আনন্দেও ভাগ বসিয়েছে এই ছবিটি।
যশরাজ চোপড়ার মৃত্যুর পর তেমন কোন সাফল্যের মুখ দেখছিলনা এই প্রযোজক সংস্থা। অনেকে ভেবেছিলেন এটাই হয়তো শেষের শুরু।
২৫ থেকে ৩১ পর্যন্ত থাকবে উৎসবমুখর পরিবেশ। এরপর আসছে নতুন বছর। ধুমে-৩র ধুমমাচানোর সময় ১৪ সালকেও বিবেচনা করছে বিশেষজ্ঞরা। অতঃপর দেখার অপেক্ষায় ধুম থ্রির ধামাকা কতদুরে পৌছায়।
এইচ এন