মাইলি সাইরাস পেশায় পপশিল্পী। পাশাপাশি অভিনয় আর লেখালেখিও করেন তিনি। তবে এসব কাজের চেয়ে ‘অকাজে’ই মনোযোগ বেশি তার। কথায় আচরণে উদ্ভট কিছু নিয়মিতই করে চলেছেন এই মার্কিন তারকা। সম্প্রতি এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অর্ধনগ্ন হয়ে অশালীন ভঙ্গিতে নেচেছিলেন। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে চারদিকে। সেই রেশ কাটতে না কাটতেই নিজের পরবর্তী অ্যালবামের কভারের জন্য আবারো নগ্ন হয়ে পোজ দেন ২১ বছর বয়সী পপশিল্পী। নতুন মিউজিক ভিডিও ‘রেকিং বল’-এ নিজেকে মেলে ধরেছেন সম্পূর্ণ নগ্ন শরীরে। এবার বিতর্কের আগুনে কেরোসিন ঢালতে নিজের পক্ষে নিজেই সাফাই গাইলেন। ‘নগ্ন হতে আমি খুবই আত্মবিশ্বাসী। আমার মনে হয় এ রকম খোলামেলা থাকায় আবেগের বিশুদ্বতা প্রকাশ পায়’ বলেন সাইরাস। সাইরাস কথা বললেন তার আগের নগ্নতার ঘটনা নিয়ে সমালোচকদের মন্তব্য নিয়েও। ‘মানুষ সবকিছুকে ভাবনার বাইরে নিয়ে যেতে চায়। যদিও সত্যিকারের কোন কারণ থাকে না।’ সঙ্গে আরো যোগ করেন, ‘আমি পছন্দ করে যা কিছু করি, আমার ভক্তরা তা পছন্দ করে। এটা আমার শরীর। আমি চাই স্মরণীয় হতে। আমি যা করব, আমার ভক্তরাও তা করবে।’