হিল্লোল ও নওশীনের একটি অশ্লীল ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক ওয়েবসাইটে। সংবাদ প্রকাশ হয়েছে বেশ কিছু অনলাইনেও। বলা হচ্ছে, মুখোশ মানুষ নামের একটি টেলিছবির দৃশ্য এটি। ভিডিও নিয়ে যখন চারিদিকে শোরগোল, তখনি মুখ খুললেন নওশীন। অস্বীকার করলেন সব। বললেন, অশ্লীল ভিডিওটি আমার না।নওশীন জানান, ইউটিউবে প্রকাশিত ট্রেলারটিতে যে মেয়েটিকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে, ওই মেয়েটি কিন্তু আমি নই। একটু ভালো করে লক্ষ্য করলেই সেটা বোঝার কথা। আমি এত শুকনো না। অনেকেই আফসোস করে ফেসবুকে মন্তব্য করছেন, টিভি নাটকের এ কী অবস্থা, পরিবার নিয়ে আর নাটক দেখা যাবে না, ইত্যাদি। তারা কিন্তু পুরোপুরি ভুলের মধ্যে আছেন। এটি নাটক নয়, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ট্রেলার।স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া। কিছুদিন আগে ইউটিউবে এর ট্রেলার ছাড়া হলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে দর্শকদের মধ্যে যেন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন নওশীন।