ভারতে মুক্তির আগেই আন্তর্জাতিক মঞ্চে সাড়া ফেলেছে কল্কি কোয়েচলিনের আগামী ছবি ‘মার্গারিটা উইথ এ স্ট্র’। সোনালী বসু পরিচালিত ‘মার্গারিটা উইথ এ স্ট্র’ ২০১৪ সালে টরোন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে উচ্চ প্রশংসিত হয়েছিল।
‘মার্গারিটা উইথ এ স্ট্র’ ছবিটিতে সেরিব্রাল পালসি আক্রান্ত এক ছাত্রীর চরিত্রে অভিনয় করেছেন কল্কি। সেরিব্রাল পালসি একটি মস্তিষ্কের অসুখ, যার জেরে শরীরের ভারসাম্য বজায় থাকে না। কয়েকটি অঙ্গ প্রচণ্ড দুর্বল হয়ে যায়।
এহেন কঠিন রোগে আক্রান্ত একটি প্রতিভাবান মেয়ের জীবনে প্রেম নিয়েই তৈরি ছবির চিত্রনাট্য। ছবিতে একটি নগ্ন দৃশ্য রয়েছে কল্কির। ইতোমধ্যেই যে দৃশ্য নিয়ে রীতিমতো হৈচৈ শুরু হয়ে গেছে।
নগ্নদৃশ্য নিয়ে বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাত্ৎকারে কল্কি বলেছেন, ‘আমি নিজের নগ্ন শরীর পর্দায় দেখানোর আগে খুবই উচ্ছ্বসিত ছিলাম। আমি প্রথমে একেবারেই নিশ্চিন্তে ছিলাম। কিন্তু শুটিংয়ের দিন টেনশনটা অনুভব করলাম। একটা বন্ধ সেট, যেখানে শুধু পরিচালক ও সেটের অন্যান্য কর্মীরা। সকলেই আমার দিকে চেয়ে রয়েছেন। এরকম অবস্থায় একাধিকবার একই দৃশ্যের শুটিং চলছে। সত্যিই প্রচণ্ড কঠিন একটা পরিস্থিতি। ভর্তি সেটে টানা ১০ মিনিট নগ্ন হয়ে থাকা।’
যদিও যাবতীয় বিতর্ককে ঝেড়ে ফেলে ছবির সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী কল্কি-সহ ‘মার্গারিটা উইথ এ স্ট্র’ এর গোটা ইউনিট। ১৭ এপ্রিল ভারতে মুক্তি পাচ্ছে ছবিটি।