নাইকা সানি এবার গায়িকা

0

Sunny leone[ads1]সানি লিওনের ক্যারিয়ারের শুরুটা পর্নোস্টার হিসেবে। তারপর নাম লেখালেন বলিউডি সিনেমায়। অভিনয়ের ঝলক দেখিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। সম্প্রতি নাম লিখিয়েছেন লেখিকা হিসেবে। এতো পরিচয়ের পর এবার নাম নামে যুক্ত হলো আরো একটি পরিচয়, গায়িকা। শিগগিরই গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি।

সোমবার সানি একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। সেখানে দেখা যায় একটি মিউজিক স্টুডিওয়ে মাইকের সামনে দাঁড়িয়ে রয়েছেন সানি। ছবির ওপরে তিনি ক্যাপশন দিয়েছেন, সারা মাস রিহার্সল করেছি। ‘জীবনের সবচেয়ে বড় ভয়কে জয় করে আমি গেয়েছি। আশা রাখি আপনাদের ভাল লাগবে’।[ads2]

সানি লিওন তার ফেসবুক পেইজে লিখেছেন Went head on with one of my biggest fears-singing out loud! Spent the month rehearsing!Hope u like
সানি লিওন তার ফেসবুক পেইজে লিখেছেন Went head on with one of my biggest fears-singing out loud! Spent the month rehearsing!Hope u like

[ads2]এইমুহূর্তে অভিনেত্রী এম টিভিতে রিয়েলিটি টিভি শো স্পিল্টসভিলা সিজন ৯-এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এছাড়াও রাহুল ধোলাকিয়া পরিচালিত শাহরুখ-মাহিরা অভিনীত ‘রঈস’ ছবিতেও একটি গানের দৃশ্যে দেখা যাবে সানিকে।

উল্লেখ্য, সর্বশেষ তাকে পর্দায় দেখা গিয়েছিল ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ ছবিতে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More