বর্তমানে শোবিজের আলোচিত একটাই নাম বলুন তো কি? ঠিক ধরেছেন, নামটি হচ্ছে নাজনীন আকতার হ্যাপি। এই নামের মানুষটির সবার শুধু মুখে লেগে থাকার মধ্যে সীমাবদ্ধ নেই, অনেকের আবার মন জুড়েও মেখে আছে। নিজের সম্পর্কে কটু কথা শুনতে নারাজ হ্যাপি। তাইতো সব বিতর্কের অবসান ঘটাতে তিনি এরি মধ্যে তিনি ‘হ্যাপি হোম’ নামে একটি বৃদ্ধাশ্রম সহ আরও ভালো কিছু করার ঘোষনা দিয়েছেন, যদিও কার্যত সেগুলো তেমন কোন অগ্রগতি দেখা যায়নি।
তবে নতুন খবর যটা সেটা শুনলে আপনি হয়তো চমকে উঠবেন! কিছুক্ষণ আগে হ্যাপি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন যেটাতে তিনি জানিয়েছেন তিনি মৃত্যুর আশঙ্কায় রয়েছেন!
পাঠক, বিষ্মিত হবেন আরো জেনে যে তিনি লিখেছেন তার সাবেক প্রেমিক ক্রিকেটার রুবেল হোসেনই নাকি তাকে খুন করার জন্য ২জন লোক ঠিক করে রেখেছেন!
বিস্তারিত জানানোর জন্য হ্যাপির স্ট্যাটাসটি তাজাখবরের সম্মানিত পাঠকদের সুবিধার্থে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হলো।
হ্যাপির দেওয়া স্ট্যাটাসটি ছিল এমন…
গোপন সূত্রে জানতে পারলাম আমার জন্য ২ জন খুনি ঠিক করা হয়েছে যারা সর্বদা আমার ওপর নজরদারি করছে। সুযোগ বুঝে খুন করার জন্য। আর যে খুন করার জন্য ঠিক করেছে সে অপরিচিত কেউ না, আপনাদের পছন্দের তারকা রুবেল হোসেন। আমি খুন হব বুঝে গেছি। কারন সে যেকোনো মূল্যে সে আমাকে মেরে ফেলবে। এর জন্য যা করতে হয় সে সবকিছু করতে তৈরী । এর জন্য আমি ভীত না। আমি জানি , আমি খুন হওয়ার পর রুবেল ঠিক ধামাচাপা দিতে পারবে । কারন এদেশে কোন বিচার নেই। জোর যার ,জয় তারই। আমি খুব সাধারণ একটি মেয়ে শুধু সৎ সাহসের জোরে বিচার চেয়েছি। আমার কিছুই করার নেই। শুধু চেয়ে চেয়ে দেখব।
হ্যাপির দেওয়া স্ট্যাটাসির সত্যতা নিশ্চিত করতে তার সাথে যোগাযোগ করা হলে হ্যাপি জানান, এমন কিছু আমার সাথে ঘটতে পারে আগে থেকেই ধারণা করে মিরপুর থানায় ডায়েরী করে রেখেছি আর যেটা লিখেছি সেটা সত্য।