দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবরিনা প্রমি বেশ কিছু নতুন বিজ্ঞাপন ও নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে তাঁর অভিনীত দু’টি আলোচিত ধারাবাহিক, ইমরাউল রাফাতের ‘কলিং বেল’ ও মাসুদ সেজানের ‘চলিতেছে সার্কাস’ যথাক্রমে দেশ টিভি ও বাংলাভিশন টিভিতে নিয়মিত প্রচারিত হচ্ছে।
প্রমি উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, চার বছর আগে দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকীর একটা বিজ্ঞাপনের মাধ্যমে আমার মিডিয়ায় আগমন, তারপর থেকে একে একে প্রায় ২০-২২ টি বিজ্ঞাপন ও ৩৫-৪০ টি নাটকে অভিনয় করে ফেলেছি।
প্রমি আরো বলেন, সামনে আমার কিছু নতুন বিজ্ঞাপনে কাজ করার কথা রয়েছে। এছাড়া বেশকিছু নাটকেও অভিনয় করতে যাচ্ছি। এক প্রশ্নের জবাবে সাবরিনা প্রমি জানান, আমি সব সময় বেছে বেছে কাজ করি, আপাতত সিনেমায় অভিনয় করার কোন প্রকার ইচ্ছা নাই আমার। নাটক ও বিজ্ঞাপন নিয়ে কাজ করে যেতে চাই।
ফ্যাশন ডিজাইনে অনার্স পড়া এই মডেল ও অভিনেত্রী ভবিষ্যতে নাটক-বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি ফ্যাশন নিয়ে নিজের কোন প্রতিষ্ঠান গড়ে তোলার প্রবল ইচ্ছা প্রকাশ করেন।