সানি লিওন না বলে এঁকে করেনজিৎ কাউর ভোরা বললে অবাক হবেন? অবাক হওয়ারই কথা অবশ্য৷ আসলে সানি নামেই ইনি সারা দুনিয়ায় পরিচিত৷ কিন্তু অনেকেই জানেন না যে, এটা তাঁর আসল নাম নয়৷ তাঁর আসল নাম করেনজিৎই৷ সম্প্রতি তিনি জানালেন কী করে করেনজিৎ থেকে সানি হলেন তিনি৷
সানি নাম আসলে তাঁর কোনােদিন ছিলই না৷ তাঁর ভাইয়ের ডাকনাম ছিল সানি৷ মোটে ১৯ বছর বয়সে এক বন্ধুর প্ররোচণায় যখন অ্যাডাল্ট এক ম্যাগাজিনে কাজ করার জন্য ইন্টারভিউ দেন, তখনই নাম বদলাবার প্রসঙ্গ আসে৷ সানির কাছে জানতে চাওয়া হয়, তিনি কোন নাম ব্যবহার করবেন? তৎক্ষণাৎ তাঁর মাথায় আসে ভাইয়ের ডাকনাম৷ এরপর সে নামেই পর্ন দুনিয়ায় তাঁর খ্যাতি জগৎজোড়া৷
অবশ্য পর্নকে বিদায় দিয়েছেন ২০১২ সালেই৷ বলিউডে একের পর এক কাজ করে চলেছেন৷ তাঁর অ্যাডাল্ট কমেডি ‘মস্তিজাদে’ মুক্তির অপেক্ষায়৷ পাইপলাইনে আছে রনজিস দুগ্গলের সঙ্গে ‘বেইমান লাভ’৷
২০১৫-তে তাঁর ছবি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও ‘এক পহেলি লীলা’ ছবিতে তাঁর অভিনয় অনেকেরই প্রশংসা কুড়িয়েছে৷ আর এই নিয়ে পরপর দু’বার দেশে সার্চের নিরিখে শীর্ষে৷ সব মিলিয়ে সাফল্যের রোশনাইয়ে সানিই ভাসছেন, করেনজিৎ চলে গিয়েছেন অনেক পিছনে৷
সানি নাম আসলে তাঁর কোনােদিন ছিলই না৷ তাঁর ভাইয়ের ডাকনাম ছিল সানি৷ মোটে ১৯ বছর বয়সে এক বন্ধুর প্ররোচণায় যখন অ্যাডাল্ট এক ম্যাগাজিনে কাজ করার জন্য ইন্টারভিউ দেন, তখনই নাম বদলাবার প্রসঙ্গ আসে৷ সানির কাছে জানতে চাওয়া হয়, তিনি কোন নাম ব্যবহার করবেন? তৎক্ষণাৎ তাঁর মাথায় আসে ভাইয়ের ডাকনাম৷ এরপর সে নামেই পর্ন দুনিয়ায় তাঁর খ্যাতি জগৎজোড়া৷
অবশ্য পর্নকে বিদায় দিয়েছেন ২০১২ সালেই৷ বলিউডে একের পর এক কাজ করে চলেছেন৷ তাঁর অ্যাডাল্ট কমেডি ‘মস্তিজাদে’ মুক্তির অপেক্ষায়৷ পাইপলাইনে আছে রনজিস দুগ্গলের সঙ্গে ‘বেইমান লাভ’৷
২০১৫-তে তাঁর ছবি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও ‘এক পহেলি লীলা’ ছবিতে তাঁর অভিনয় অনেকেরই প্রশংসা কুড়িয়েছে৷ আর এই নিয়ে পরপর দু’বার দেশে সার্চের নিরিখে শীর্ষে৷ সব মিলিয়ে সাফল্যের রোশনাইয়ে সানিই ভাসছেন, করেনজিৎ চলে গিয়েছেন অনেক পিছনে৷