জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী হ্যাপি। এবার জাতীয় দলের আরো এক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।
নিজের ফেসবুক স্ট্যাটাসে এ ব্যাপারে হ্যাপি লিখেছেন, ‘আমার মত একজন অসহায় মেয়ের সাথে কথা বললাম। খুব সাধারণ একজন মেয়ে,যে কি না ঠিক আমার মতই ভালবাসার ফাঁদে পড়ে সব হারিয়েছে। লজ্জা আর সামাজের নোংরা মানুষ গুলোর কথা ভেবে কিছুটা মানসিক চাপে আছে। আর যে ……(গালি) তার আবেগ আর ভালবাসা নিয়ে খেলেছে সেও জাতীয় দলের জনপ্রিয় তারকা খেলোয়াড় ।
যথাযথ তথ্য ও প্রমাণ নিয়ে সে খুব তাড়াতাড়ি আদালতের মুখোমুখি হবে। আমি যেভাবে পারি সেভাবেই তাকে সাহায্য করব। ইনশাল্লাহ ! আমি জানি ঐ মেয়েটার মনে কি চলছে! বিপদে পড়লে কেউ পাশে থাকে না । তা আমি হাড়ে হাড়ে বুঝি । এজন্যই ঐ মেয়েটার পাশে আমি থাকব। শুধু বলব মনে সাহস রাখ। ভয় পেলে চলবে না। এদের মত নোংরা অপরাধিদের কোন ছাড় দেওয়া যাবে না। যাও এগিয়ে যাও।’