ঢাকা: বলিউড কাঁপানো অভিনেত্রী সোনাক্ষীর কতো ঢঙ…ই না দেখেছেন। কখনো অক্ষয়ের বান্ধবী, কখনো আবার সালমানের কলিজা। এবার আর তিনি কোনো নায়কের বিপরীতে নয়, নিজেই নায়ক হচ্ছেন! কী বিশ্বাস হচ্ছে না? ভাবচ্ছেন নায়িকা আবার নায়ক হয় কী করে?
এসব নিয়মকে ভেঙেচুরে চুরমার করে দিচ্ছেন গুড গার্ল খ্যাত সোনাক্ষী। আর তাকে নিয়ে এ বাজি খেলছেন পরিচালক এআর মুরুগাদস। তিনি জানিয়েছেন, তার আগামী চলচ্চিত্রটি একেবারেই নায়ক কেন্দ্রিক। কিন্তু এতে কোনো পুরুষ নায়ক থাকছে না। সোনাক্ষীই ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন! তার মানে সোনাক্ষীই নায়ক।
তবে যেই সেই নায়ক নয়, অ্যাকশনের কারুকাজ নিয়ে হাজির হবেন সোনাক্ষী। আর সে জন্য তিনি হলিউডের মাস্টার অ্যাকশন এক্সপার্টের কাছ থেকে দু’মাস ট্রেনিংও নেবেন। কেউ কেউ আবার আগ থেকেই বলছেন, সোনাক্ষী এই চলচ্চিত্রের মাধ্যমে গজনীর আমির ও হলিডের অক্কিরকেও ছাড়িয়ে যাবেন।
অবশ্য খবর এতটুকুই। কারণ এখানো চলচ্চিত্রের কোনো নামই ঠিক করা হয়নি। বর্তমানে স্ক্রিপ্টের কাজ চলছে, খব তাড়াতাড়িই শুরু হবে শ্যুটিং।