আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহির একটি ভিডিও স্ক্যান্ডাল ইউটিউবে প্রকাশিত হয়েছে। এই ভিডিওটি মাহির ক্যারিয়ারের শুরুর দিকের ভিডিও বলেই মনে করা হচ্ছে। গতকাল ৫ মে, পাঁচ মিনিট ২১ সেকেন্ড এর এই ভিডিওটি ইউটিউবে প্রকাশিত। ”মডেল অ্যান্ড ফিল্ম একট্রেস মাহিয়া মাহি স্ক্যান্ডাল” শিরোনামে ভিডিওটি প্রকাশিত হয়। ভিডিওটিতে মাহির সাথে একটি আনুমানিক ২২-২৩ বছরের ছেলেকে দেখা গেছে। যদিও সেই ছেলেটির পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। জনপ্রিয় এই অভিনেত্রীর স্ক্যান্ডাল দেখে চরম হতাশা ব্যক্ত করেছেন চলচ্চিত্রবোদ্ধরা। অগ্নি, অনেক সাধের ময়না, ভালবাসার রং, ভালোবাসা আজকাল-সহ অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দেয়া এই নায়িকার প্রাইভেট ভিডিওটি প্রকাশ পাওয়াতে মাহির ক্যারিয়ার নিয়েও শঙ্কা দেখা দিবে একথা বলার অপেক্ষা রাখেনা।