সম্প্রতি ‘স্বপ্ন সুখ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী নির্ঝর। তারেক আনন্দর কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। এতে নির্ঝরের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন প্রিন্স মামুন।
গানটি প্রসঙ্গে নির্ঝর বাংলামেইলকে বলেন, ‘ঈদে বেশ কয়েকটি গান প্রকাশিত হচ্ছে আমার। কিছু গান প্রকাশিত হচ্ছে মিক্সড অ্যালবামে আর কিছু গান আমার সহ-শিল্পীদের একক অ্যালবামে। ‘স্বপ্ন সুখ’ গানটির কথা, সুর আমার ভাল লেগেছে। আশাকরি শ্রোতাদেরও গানটি ভাল লাগবে।
নির্ঝরের কণ্ঠে গাওয়া ‘স্বপ্ন সুখ’ গানটি ঈদে প্রকাশিতব্য একটি মিক্সড অ্যালবাম থাকছে।