ঢাকা: লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় কাজ করার সুযোগ পান মৌসুমী হামিদ। টেলিভিশন নাটকেই বেশি কাজ করে থাকেন তিনি। সাম্প্রতিক সময়ে তিনি চলচ্চিত্রেও কাজ শুরু করেছেন। সাহসী এই অভিনেত্রী আবারও তার সাহসের পরিচয় দিলেন ফেসবুকে। ৭ আগস্ট মৌসুমী তার ফেসবুকে নির্মাতা ও প্রোডাকশনের লোকদের ‘কুত্তা’ বলেন। তার এই স্ট্যাটাস নিয়ে বেশ সমালোচনা হচ্ছে মিডিয়া পাড়ায়।
ফেসবুকে তিনি লিখেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির সমস্যা হলো, যে যত বেশি পেইন দিতে পারবে সে তত বড় আর্টিস্ট। ডিরেক্টর থেকে শুরু করে প্রোডাকশনের প্রত্যেকটা মানুষ সেই সব আর্টিস্টদের সামনে কুত্তার মত থাকে আর পিছনে গালি দেয়। কি লাভ তাতে?’
মৌসুমি আরো লিখেন, ‘আর যারা ওদের [ডিরেক্টর] সহযোগিতা করে সময়মত সেটে আসে, ঠিকমত কাজ করে, তাদের সম্মান দিতে ওদের অনেক অসুবিধা হয়। এ কারণেই আমাদের চলচ্চিত্র দিন দিন গোল্লায় যাচ্ছে।’
বাংলামেইলের পাঠকের জন্য মৌসুমী হামিদের পুরো স্ট্যাটাসটা নিচে তুলে ধরা হলো।