দিনের বেলা কন্ডোমের বিজ্ঞাপন নিষিদ্ধ হচ্ছে না। মঙ্গলবার তা স্পষ্ট করে জানিয়ে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এর আগে প্রস্তাব দেওয়া হয় যে শুধুমাত্র রাত এগারোটা থেকে ভোর পাঁচটার মধ্যে দেখানো হোক কন্ডোমের বিজ্ঞাপন। বিষয়টি নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সেপ্টেম্বরে বাম নেতা অতুল কুমার অঞ্জন অভিযোগ করেন টিভির পর্দায় সানি লিওনের কন্ডোমের বিজ্ঞাপন ধর্ষণে প্ররোচনা দেয়। ওই বিজ্ঞাপনটি নিষিদ্ধ করারও দাবি তোলেন তিনি। এই নিয়ে বিতর্কের ঝড় ওঠে। প্রশ্ন ওঠে এও কি একধরণের নীতিপুলিসগিরি নয়? সত্যিই কি এভাবে কোনও কিছুকে ধর্ষণের কারণ হিসেবে দায়ী করে কোথাও একটা ধর্ষকদের অপরাধ প্রবণতাকে ছাড় দেওয়া হচ্ছে না? এরপরই নড়েচড়ে বসে কেন্দ্র। বিষয়টি নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাব খারিজই করা হল।