বাংলাদেশের জনপ্রিয় চিএ নায়িকা ও আইটেম গান এর সাদিয়া আফরিন। ঢালিউডে বর্তমানে বেশ কিছু ছবিতে অভিনয় করছেন তিনি। এবার সাদিয়া তার ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছেন। নিচে সাদিয়ার স্ট্যাটাসটি হুবুহু রূপসি বাংলা নিউজ২৪ডট কম এর পাঠকদের জন্য তুলে ধরা হলো। গতকাল থেকে শুরু হয়েছে বড় বাজেট ও গুনি পরিচালকের একটি সিনেমার আইটেম গানের কাজ। এই গানের কাজটি আমাকে দিয়ে করাবেন বলে প্রযোজক ও পরিচালক সিদ্বান্ত নিয়েছিলেন অনেক দিন আগে। আর এটা নিয়ে আমার সাথে কথাও হয়েছিল। ২ দিন আগে পরিচালক আমাকে ফোন দিয়ে এফডিসিতে যেতে বলেন। আমি এই রোজার মধ্যেও উনার কথায় এফডিসিতে যাই। এফডিসিতে তখন এই ছবির প্রযোজক সহ পরিচিত অপরিচিত অনেকেই উপস্হিত ছিলেন। সবার সাথে ইফতারও করি। এরপর জানলাম আমি যদি আইটেম গানটি করি তাহলে ছবির প্রধান নায়িকা তিনি এই ছবির বাকি কাজ এবং নায়কের সাথে একটি গানের দৃশ্য সেটাও করবেন না। কিন্তু কেন তিনি করবেন না তা তিনি প্রকাশ করেননি। উল্লেখ্য যে, আমি যখন ২০১৩ সালে বদিউল আলম খোকন ভাইয়ের ডেয়ারিং লাভার ছবিতে আইটেম গান দিয়ে সিনেমায় যাত্রা শুরু করি। আমার বিপরিতে ছিলেন নায়ক সাকিব খান। আর যে গানটি কাল হতে শুরু হয়েছে বা আজ ও গানের কাজটি চলছে তার নায়ক ও সাকিব খান। তখন এই নায়িকা ঐ মাসেই প্রধান নায়িকা হয়ে প্রথম কাজ শুরু করেন। আজ তিনি ৪০ টির বেশি সিনেমায় কাজ করছেন। কিন্তু উনার হয়ত ভয় ছিল যদি উনাকে বাদ দিয়ে আমাকে সবার নজরে আসে পরের ছবির প্রধান নায়িকা আমাকে নেয়া হয়। তাই তিনি আমাকে গানটিতে কাজ করতে দিতে চাইনি। অথচ এক সাথে কাজ শুরু করে আজ এ পর্যন্ত তিনি এসে পৌছেছেন। মুলত তার মনে যে হিংসা জন্ম নিয়েছে তা দেখে আমি অবাক, হতবাক হয়ে গেছি। কিন্তু আমি জানি সে আমার থেকে কোনভাবেই উপরে না। শিক্ষা, বংশ সব দিক দিয়েই আমার আছে। ৪০ টির নায়িকা হয়ে উপরে তিনি আমার তেকে তা আমি মানি। আজ আমি অনুভব করতে পারছি ছোট মনের পরিচয় দেয় এভাবে। আমি এখানে উনার নাম প্রকাশ করিনি। এ জন্য যে, উনাকে কেউ কিছু বলুক তা আমি চাইনি। শুধু উনি বুঝতে পারবে এ লেখাঠি কাকে উদ্দেশ্য করে লিখেছি। তবে আমি আশাবাদী আল্লাহ চাইলে পরিচালক ও প্রযোজক আমাকে কাজ দিলে দরশক আমাকে ভালবাসলে আমিও একদিন উনার মতো প্রধান নায়িকা হব এবং সে আশা মহান আল্লাহতায়ালা পুরন করবেন। পরিশেষে আমার সকল বন্ধুদের বলছি আমি কাজটি করতে পারিনি বলে কোন কষ্ট পাইনি। আর আমার জন্য পরিচালক প্রযোজকই বা কেন ক্ষত গ্রস্ত হবেন। তাই আমি এ গানটিতে অভিনয় আর করছিনা। কুরবানি ঈদে ছবিটি মুক্তি পাবে। আমার বিশ্বাস ছবিটি ভাল ব্যবসা সফল হবে। আমার বন্ধুদের প্রতি আমার অনুরোধ আপনারাও হলে গিয়ে ছবিটি দেখবেন। আপনাদের দোয়া নিয়ে আমার বাকী পথচলা। সেই কামনায় আপনাদেরই সাদিয়া আফরিন।