আমোদ ডেস্কঃ : ভারতের মতো প্রতিবেশী দেশ নেপালের বক্স অফিসেও ‘ধুম ৩’ এর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশীয় ছবির সব শিডিউল। ‘ধুম ৩’ ছবির দাপটে আগামী তিন সপ্তাহের জন্য পিছিয়ে দেয়া হয়েছে নেপালের সব দেশীয় ছবির মুক্তি।
জানা যায়, গত ২০ ডিসেম্বর ভারতের সঙ্গেই নেপালে মুক্তি পায় ‘ধুম ৩’।. সেই থেকে দেশটির ১২০টি মাল্টিপ্লেক্সে সাফল্যের সঙ্গে চলছে ছবিটি। অবশ্য শুধু ‘ধুম ৩’ নয়, গোটা বছর ধরেই নেপালে ভাল ব্যবসা করেছে ভারতীয় ছবি। এর আগে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির জন্যও নেপালি ছবির মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হন ওই দেশের প্রযোজকরা। মাল্টিপ্লেক্সের মালিকরাও ব্যবসায়িক কারণেই নেপালি ছবির থেকে বলিউড ছবিকেই বেশ প্রাধান্য দিয়ে থাকেন।