শনিবার দুপুরে নেপালে ভূমিকম্পের পর দেশটির নাগরকোট থেকে অভিনেতা কল্যাণ কোরাইয়া স্ট্যাটাস লেখেন, ‘আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই অনেক বড় বিপদে আছি। নেপালে এখনো ভূমিকম্পের কবলে আছি আমরা। কিন্তু এই মুহূর্তে আমরা নিরাপদ অবস্থানে আছি। খুব শিগগির আমরা বাড়িতে ফিরে আসব।’
একটি নাটকের শুটিংয়ের জন্য গত ২০ এপ্রিল নেপালে যান অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, কল্যাণ কোরাইয়া, রুনা খান, নোমিরাসহ ইউনিটের কলাকুশলীরা। নাটকটি পরিচালনা করছেন শাহরিয়ার নাজিম জয়।
২০ এপ্রিল নেপালে যাওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কল্যাণ ফেসবুকে জয়ের সঙ্গে সেলফি তুলে স্ট্যাটাস লেখেন, ‘ওড়ার আগে’।
নোমিরা সেলফি তুলে স্ট্যাটাস লেখেন, ‘কোনো পরিকল্পনা ছাড়া হঠাৎ করে শুটিংয়ে যাচ্ছি।’
নেপালে পৌঁছার পর রুনা খান স্ট্যাটাস লেখেন, ‘অবশেষে হোটেলে নিরাপদে পৌঁছেছি।’
নেপালে পৌঁছার পর থেকে সবাই যে যার যারমতো করে স্ট্যাটাস লিখে কাজের ও ঘোরাফেরার আপডেট ফেসবুকে জানাতে থাকেন। তবে আজ ভূমিকম্পের পর শুধু কল্যাণের স্ট্যাটাসই পাওয়া গেছে।