ঢাকা: তার ল্যাপটপ খারাপ হোক বা টিভি ভেঙে যাক, দেশজুড়ে হইহই পড়ে যায়। এই মডেল যদি বলে ফ্যানেদের জন্য নয়া চমক নিয়ে আসছেন, তাহলে কৌতূহল তৈরি হয় বৈকি। ঘটনা হল প্রথম সারির মডেল নায়লা নাঈম একটি এনার্জি ড্রিংকসের ব্র্যান্ড অ্যাম্ব্যাসডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।
‘সি ফুড এন্ড বেভারেজ’ এর নতুন এনার্জি ড্রিংকস ‘রাশ এনার্জি ড্রিংকস’ এর ব্র্যান্ড অ্যাম্ব্যাসডর হিসেবে রোববার চুক্তিবদ্ধ হন নায়লা নাঈম।
তারপরেই আসল চমক। ব্র্যান্ড অ্যাম্বাসডর হওয়ার পর নায়লা তার প্রতিক্রিয়ায় জানান, ‘আমি খুবই আনন্দিত যে ‘রাশ এনার্জি ড্রিংকস’ এর জন্য আমাকে ব্র্যান্ড অ্যাম্ব্যাসডর হিসেবে নির্বাচিত করা হল। আমি ‘সি ফুড এন্ড বেভারেজ’ এবং ‘এশিয়াটিক টকিংপয়েন্ট’-কে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ফ্যানদের বলবো, আপনাদের জন্য আমি নিয়ে আসছি নতুন এক চমক।’
জানা গেছে চুক্তি অনুযায়ী নায়লা নাঈম ‘রাশ এনার্জি ড্রিংকস’ এর ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে তাদের বিজ্ঞাপনসহ সব ধরনের প্রচারে অংশ নিবেন।