ঢাকা: বলিউডের হিরোয়িন বলে পরিচিত কারিনা কাপুরের ভক্তের সংখ্যা অনেক। ছেলে-বুড়ো থেকে শুরু করে শিশুরাও এই নায়িকার দারুণ ভক্ত। কিন্তু সেই শিশুদের দ্বারাই বড়দিনের রাতে এমন নাজেহাল হতে হবে কারিনাকে তা হয়তো তিনি ভাবেননি।
জানা যায়, বড়দিনের রাতে বোন কারিশমা ও তার দুই ছেলে মেয়েসহ মা ববিতাকে নিয়ে একটি সেলিব্রেটি পার্টিতে গিয়েছিলেন কারিনা। এসময় গেটের বাইরে কারিনা গাড়ি থেকে নামলে স্থানীয় পথ শিশুরা তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে কারিনাকে একটু ছুঁয়ে দেখার জন্য পথশিশুদের মধ্যে হুড়োহুড়ি দেখা দেয়। তারা কেউ কেউ কারিনার চুল ও জামা ধরে টানতে থাকে।
এমন অবস্থায় কারিনা ভয় পেয়ে দৌড়ে বাসার ভেতরে চলে যান। এদিকে সেই রাতে কারিনা পথশিশুদের ভয় পেলেও তাদের কাছে এগিয়ে আসেন আরেক নায়িকা মালাইকা আরোরা খান। মধ্যরাতে সান্তা ক্লজ সেজে তাদের মধ্যে আসেন ‘বিগ বস ৬’ এর প্রতিযোগী ইমাম সিদ্দিক। তারা বেশ কিছুক্ষণ পথশিশুদের সঙ্গে নেচে গেয়ে আনন্দ করেন। এ ঘটনা সম্পর্কে কারিনা এখনো কোনো মন্তব্য করেননি।