আমোদ ডেস্কঃ পরকীয়ায় মজেছেন টালিউড সুন্দরী শুভশ্রী। শুধুমাত্র সামাজিক চাপে পড়ে শুভশ্রী বাধ্য হন অঙ্কুশকে বিয়ে করতে। তাই কখনওই মন দিতে পারেননি নিজের স্বামীকে। বিয়ের পরও প্রেমিকের জন্য তাঁর সেই মন কেমন থেকেই যায়, অনেকটা রাধার মতো। সাইমনের চেষ্টায় অঙ্কুশের চোখের আড়ালে আবার আগের মতনই প্রেম চালিয়ে যেতে থাকেন শুভশ্রী-সাইমন। যদিও অঙ্কুশ তা কদিনের মধ্যেই টের পেয়ে যান। শুভশ্রীর স্বামী অঙ্কুশ মেনে নিতে পারবেন তো বিষয়টা? শুভশ্রীই বা কীভাবে সামলাবেন স্বামী, প্রেমিক দুজনকেই? প্রেমিকের হাত ধরে স্বামীর ঘর ছেড়ে কি বেরিয়ে পড়বেন তিনি? নাকি থেকে থাকবেন অঙ্কুশের সঙ্গেই? পরিচালক অশোক পাতির আগামী ছবি ‘আমি শুধু চেয়েছি তোমাকে’ তে উঠে আসে এমনই সব প্রশ্ন। তা ছবির গল্পের সঙ্গে অনেকটা সঞ্জয় লীলা বনশালীর হাম দিল দে চুকে সনম-এর মিল পাচ্ছেন কি? একথা যদিও মানতে একেবারেই নারাজ পরিচালক অশোক পাতি। তাঁর মতে ছবিটা দেখলে তবেই বুঝবেন যে এটি বনশালীর ছবির চেয়ে একেবারেই আলাদা। এখানে থাকবে অনেকগুলো অপ্রত্যাশিত ঘটনা। জানা গেছে, ছবির শ্যুটিং শুরু হবে ডিসেম্বরের ২১ তারিখ থেকে। প্রথম পনেরো দিন দার্জিলিং-এ হলেও বাকি শ্যুটিংটা হবে বাংলাদেশে। সুতরাং শুধু এদেশের নয় বাংলাদেশের অনেক অভিনেতা অভিনেত্রীরাও নাকি থাকছেন ছবিতে। সব দিক ঠিক থাকলে আগামী বছর এপ্রিলের মধ্যেই দেখতে পারবেন শুভশ্রী-অঙ্কুশ জুটির প্রথম ছবি আমি শুধু চেয়েছি তোমাকে।