ছুটির ঘণ্টা চলচ্চিত্রটি পরিচালনা করে খ্যাতি অর্জন করেন আজিজুর রহমান। অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার আজিজুর রহমান ফিরে আসছেন নতুন সিনেমার পরিচালনায়। ছবির নাম মাটি।
ব্লু- জিনজার মাল্টিমিডিয়া প্রযোজিত পরিবেশিত মাটি সিনেমার পটভূমি যুদ্ধোত্তর বাংলাদেশ এবং একজন যুদ্ধশিশুকে কেন্দ্র করে। শুটিং হবে বাংলাদেশ ও কানাডায়। ছবির কাহিনী লিখেছেন রাজু আহম্মেদ। অভিনয়শিল্পীরা হলেন ববিতা, জায়েদ খান, পিয়া বিপাশা, আহমেদ শরীফ ও অন্যান্য।
আজিজুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে আমার প্রথম কাজ ‘মাটি’। আমি নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধকে তুলে আনার চেষ্টা করব। এপ্রিলে ছবিটির শুটিং শুরু হবে।
আজিজুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে আমার প্রথম কাজ ‘মাটি’। আমি নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধকে তুলে আনার চেষ্টা করব। এপ্রিলে ছবিটির শুটিং শুরু হবে।