সম্প্রতি বেশ কিছু যৌন আচরণ নিষিদ্ধ করা হয়েছে যুক্তরাজ্যের পর্ণোগ্রাফি ইন্ডাস্ট্রির নীতিমালায় । ইন্ডিপেনডেন্ট নিউজের প্রতিবেদন থেকে জানা যায় ২০০৩ সালের কমিউনিকেশন অ্যাক্ট সংশোধন করে যুক্তরাজ্যে এ নিয়মগুলো কার্যকর করা হয়েছে। ক্রেতার চাহিদা অনুযায়ী ভিডিও সরবরাহ,ডিভিডি ও অনলাইনে পর্ণোগ্রাফির ক্ষেত্রে এসব নিয়ম কার্যকর হবে।
ব্রিটিশ সেন্সর বোর্ড বিষয়টি দেখাশোনা করবে। নতুন নিয়মগুলোতে কোনো যৌনতা ‘ভালো’ নাকি ‘খারাপ’ তা নির্ধারণ করার ব্যবস্থা থাকবে। ফলে খারাপ যৌনতা পর্ণোগ্রাফিতেও দেখানো যাবে না।
এ নিয়মের মধ্যে বেশ কিছু যৌন আচরণকে বাজে হিসেবে চিহ্নিত করে তা বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনে যেসব আচরণ নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে শারীরিক ও মানসিক নির্যাতনমূলক নানা আচরণ। নিষিদ্ধ আচরণগুলোর মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে স্প্যাংকিং,ক্যানিং,অ্যাগ্রেসিভ হুইপিং,পেনেট্রেশন বাই এনি অবজেক্ট অ্যাসোসিয়েটেড উইথ ভায়োলেন্স,ইউরোল্যাগনিয়া, ফিমেল ইজ্যাকুলেশন,ফেস সিটিং ও ফিস্টিং।
জীবনের জন্য হুমকিস্বরূপ হওয়ায় কিছু যৌন আচরণ বাদ দিতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে এ আইন বিষয়ে পর্ণো ইন্ডাস্ট্রি থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। অনেকের দাবি,নারীদের আনন্দদায়ক যৌনতার বিষয়গুলো নতুন আইনে নিষিদ্ধ করা হয়েছে,যা তদের অধিকার হরণ করার মতোই বিষয়।