বেশ কিছুদিন আগে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলার পর্নো ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। চারদিকে তখন তখন বেশ হইচই পড়ে যায়। পরে যদিও তা ভুয়া বলে প্রমাণিত হয়। তবুও ইসাবেলাকে পর্নো ছবির প্রযোজক বলে খ্যাত টেরি স্টিফেনসের সঙ্গে ঠিকই দেখা গিয়েছিল। এবার ইসাবেলা নয়, ক্যাটরিনাকে ঘিরে শুরু হয়েছে গুঞ্জন। টেরি স্টিফেনসের সঙ্গে ক্যাটরিনার ছবি পাওয়া গেছে ইন্টারনেটে।
ছবিটিতে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় ক্যাটকে স্টিফেনসের সঙ্গে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেনো তারা পরিচিত। স্টিফেনসকে ক্যাটের কাঁধে হাত রেখে মোবাইলে ছবি তুলতে দেখা যায়।
এ বিষয়ে অবশ্য ক্যাটরিনার কাছ থেকে কোনো ধরনের ভাষ্য পাওয়া যায়নি। তবে ক্যারিয়ারের এই তুঙ্গস্পর্শী সময়ে এই ছবি যে ক্যাটকে যথেস্ট বিব্রত করবে তা বলা বাহুল্য।
টেরি স্টিফেনস ব্রিটেনের পর্নো ছবির জগতে কুখ্যাত নাম। তিনি বেশ কয়েকটি বড় বাজেটের পর্নো ছবি বানিয়ে লাইমলাইটে এসেছেন। এই জগতে স্টিফেনস ‘ওয়ান আইড জ্যাক’ বলেও পরিচিত।