নানা দোলাচলের ভেতর দিয়ে শেষ পর্যন্ত ঠিক হয় ছবিতে শাকিবের নায়িকা হিসেবে পাওলিই থাকছেন। সোহানী হোসেনের ‘মা’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটির শুটিং এখনো অর্ধসমাপ্ত। কবে নাগাদ ছবিটির শুটিং শেষ হবে তা এখনো বলা যাচ্ছে না।
ঢাকা: হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবিটি শ্যুটিং শুরুর অনেক আগে থেকেই আলোচনায় ছিল। আলোচনায় আসার অন্যতম কারণ ছিল ওপার বাংলার বিতর্কিত অভিনেত্রী পাওলি দাম।
তবে এই সময়েই এসে জানা গেল ছবিটি ঘিরে নতুন আরেক খবর। পাওলি নয়,চলচ্চিত্রটি অভিনয় করার কথা ছিলো দেশের জনপ্রিয় অভিনেত্রী পপির। পরিচালক পপির সঙ্গে বেশ কয়েকবার মিটিংও করেছেন কিন্তু পপির আকাশচুম্বী পারিশ্রমিক দাবীর ফলে পিছিয়ে আসেন পরিচালক।
একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে পরিচালক এরপর পপির সঙ্গে আর যোগাযোগ না করায় পপি নাকি নিজেই ফোন দিয়েছিলেন কল্লোলকে। কিন্তু পরিচালকের মাথায় ততক্ষণে ভর করেছে পাওলির ভূত। শেষপর্যন্ত পাওলিকে নিয়েই ছবি করছেন কল্লোল।