ঢাকা: হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবিটি শ্যুটিং শুরুর অনেক আগে থেকেই আলোচনায় ছিল। আলোচনায় আসার অন্যতম কারণ ছিল ওপার বাংলার বিতর্কিত অভিনেত্রী পাওলি দাম।নানা দোলাচলের ভেতর দিয়ে শেষ পর্যন্ত ঠিক হয় ছবিতে শাকিবের নায়িকা হিসেবে পাওলিই থাকছেন। সোহানী হোসেনের ‘মা’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটির শুটিং এখনো অর্ধসমাপ্ত। কবে নাগাদ ছবিটির শুটিং শেষ হবে তা এখনো বলা যাচ্ছে না।