মডেল অর্চনা পাণ্ডের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তাঁর প্রাক্তন প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। দিন কয়েক আগে বাণিজ্যনগরীর ভারসোভা এলাকা থেকে অর্চনার দেহ উদ্ধার করা হয়েছিল। এর দু’দিন পরে মৃত মডেলের প্রাক্তন বয়ফ্রেন্ড ওমর আসিফ পাঠানকে গ্রেফতার করা হল। শুক্রবার পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত সোমবার শহরের ভারসোভা এলাকার বাসভবন থেকে ২৬ বছর বয়সী অর্চনা পাণ্ডের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। এটি আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান।
ঘটনাস্থল থেকে অর্চনার হাতে লেখা একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। এই নোটে তাঁর এই দুর্ভাগ্যজনক পরিণতির জন্য পাঠানকে দায়ী করে গিয়েছেন ২৬ বছর বয়সী এই মডেল।
পাঠান তাকে শারীরিকভাবে ব্যবহার করেছে এবং প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পরে অন্য এক মহিলার কাছে চলে গিয়েছে বলে অভিযোগ করেছেন অর্চনা। মৃত্যুর আগের এই জবানবন্দীর ভিত্তিতেই দীর্ঘ জেরার পরে গত বুধবার অর্চনা পাণ্ডের প্রাক্তন বয়ফ্রেন্ড ওমর আসিফ পাঠানকে গ্রেফতার করা হয়।