ক্যারিয়ারের শুরু থেকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের কিং খান শাকিব খান। ক্রেজি লাভার, এলাকার মাস্তান, সিনেমার নায়ক, পুলিশ অফিসারসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
এবার কিং খানকে দেখা যাবে গোয়েন্দা অফিসারের চরিত্রে। আশিকুর রহমানের পরিচালনায় ‘অপারেশন অগ্নিপথ’ চলচ্চিত্রে প্রথমবারের মতো তাকে এই ব্যতিক্রমি এক চরিত্রে দেখা যাবে।
অপারেশন অগ্নিপথ ছবিতে শাকিব খানের বিপরীতে জুটিবদ্ধ হবেন সিনেমা জগতে অভিষেক হওয়া নায়িকা শিবা আলী খান।
ছবির গল্পটি সাজানো হয়েছে, শাকিব খান একটি মিশনে দেশের বাহিরে যান। আর শিবা আলী খান দেশের বাইরে থেকে পড়ালেখা করেন। ওখানে গিয়ে পরিচয় হয় শিবার সাথে। শিবাও হয়ে যায় সেই মিশনের একটি অংশ। এর আগে শিবা ‘মাসুদো’র স্টোরি অব সামারা’তে অভিনয় করেছেন।
‘অপারেশন অগ্নিপথ’ প্রযোজনা করছেন ভারটেক্স ক্রিয়েশন। শিবার আগের ছবিটিও এই প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত হয়েছিলো।