১৯১২ সালে ইংলান্ড থেকে আমেরিকায় যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে ২২০০ জন যাত্রী নিয়ে ডুবে যায় বিলাশ বহুল জাহাজ টাইটানিক। আটলান্টিকের হিম ঠান্ডায় জমে মারা যান ১৫০৩ জন যাত্রী। সেই ঘটনাকে উপজিব্য করে ১৯৯৭ সালে নির্মিত হয় টাইটানিক সিনেমাটি।
এতে নায়িকার চরিত্রে রোজের ভূমিকায় অভিনয় করেন কেট উইন্সলেট। সিনেমাটিতে এই অভিনেত্রীকে একটি বিশেষ দৃশ্যে খোলামেলাভাবে দেখা যায়। দৃশ্যটিতে দেখা যায়, রোজ তার ছবি আঁকার জন্যে প্রিয়তম জ্যাক ডাউসনের সামনে খোলামেলা ভাবে পোজ দেন। সে সময়ের তার সেই ছবিগুলো আজও খুঁজে বেড়াচ্ছেন বলে স্বীকার করেছেন অস্কার বিজয়ী এ অভিনেত্রী।
ইয়াহু মুভিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘ওই বিশেষ ছবিটি আঁকার জন্য প্রথমে আমি নগ্ন হতে রাজি ছিলাম না। কেননা প্রস্তাবটি পাওয়ার পরে আমি খুবই বিব্রত বোধ করি।’
৩৮ বছর বয়সি এ অভিনেত্রী আরও বলেন, ‘যখন দৃশ্যগুলো ধারন করা হয় তখন আমি ভাবতেই পারিনি ১৭ বছরেরও বেশি সময় পরেও ছবিগুলো আমাকে এভাবে আপ্লুত করবে।’