ঢাকায় এসেছেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমান। বিশ্ব দরবারে উপমহাদেশের সুর ও সঙ্গীত পৌছেঁ দেয়ার জন্যে বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী এ আর রহমানের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনে সৌজন্য দেখা করতে এলে, এ আর রহমানের প্রসঙ্গে এমনই মন্তব্য করেন তিনি। ভারতের চেন্নাই থেকে দুপুরে ঢাকায় আসেন এ আর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টি-টোইয়েনটি বিশ্বকাপের উদ্ধোধন উপলক্ষে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত কনসার্টে গান গাইবেন তিনি। তাঁর সঙ্গে এসেছে ১৩০ জনের একটি দল।