শখ -সারিকা। গ্ল্যামার ভুবনে দু’জনার আবির্ভাব নিকটতম সময়ে। দু’জনার শুরুটাই বেশ জমকালো। চোখ ধাঁধানো বেশ কিছু বিজ্ঞাপনে নেচে-গেয়ে অস্থির। বিশেষ করে একটি মুঠোফোন প্রতিষ্ঠানের বেশ কিছু সিক্যুয়াল বিজ্ঞাপনে দর্শক মাত করা উপস্থিতি ছিল দু’জনার। এসেই বিজ্ঞাপনী বাজার হাতের মুঠোয় নিয়ে নেন দুই তন্বী মডেল। এরপর দু’জনেই চুটিয়ে শুরু করেন নাট্যাভিনয়। ক্যামেরার বাইরে দু’জনার মধ্যে বন্ধুত্বটাও ছিল চোখে পড়ার মতো। তবে এই বন্ধুত্বটা ছিল বড্ড ক্ষণস্থায়ী। একসঙ্গে বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করতে গিয়ে একরকম চুলোচুলি সম্পর্ক গড়ে উঠে দু’জনার। জানা গেছে, মুঠোফোনের সিক্যুয়াল বিজ্ঞাপনে মডেল হিসেবে যার যার অবস্থান পোক্ত করতেই বন্ধুত্বের অবসান ঘটে শখ-সারিকার। বন্ধুত্ব শত্রুতায় রূপান্তরিত হলেও অভিনয় এবং বিজ্ঞাপনী বাজারে দাপটের সঙ্গেই এগুচ্ছিলেন দু’জনে। রাতারাতি সফলতার আঁচ মাথায় নিয়ে দু’জনেই প্রেমে পড়েন দুই সহ-মডেলের। তবে মডেল হিসেবে জনপ্রিয়তা এবং দুর্বার প্রেমের প্রতিযোগিতায় শখের চেয়ে প্রথম থেকে এগিয়ে ছিলেন সারিকা। বছর চারেক আগে নীরব-সারিকার ওপেন সিক্রেট প্রেম যখন গ্ল্যামার ভুবনের অন্যতম আলোচনার বিষয়, ঠিক তখনি বাতাসে গুঞ্জন উঠেছে শখ-নিলয়ের আবছা প্রেমের খবর। পরে অবশ্য শখ-নিলয়ের প্রেমের খবরটাও মিডিয়ায় স্পষ্ট হয়। একদিকে ক্যামেরার সামনে পিছনে উভয় মাধ্যমে এক আত্মা দুই দেহ হয়ে ঘুরতে থাকেন নীরব-সারিকা। কাছাকাছি সময়ে একই অবয়বে দেখা যায় শখ-নিলয় জুটিকেও। এভাবে প্রেমময় বছর দুই-আড়াই না পেরুতেই গেল বছর দু’টি প্রেমেরই ভাঙনের শব্দ শোনা যায় মিডিয়াজুড়ে। যে ভাঙনের দায় মাথায় নিয়ে গেল প্রায় এক বছর ধরে মিডিয়া থেকে পূর্ণ আড়ালে গেছেন সারিকা। তবে তার আগে অনেক নাটক ও বিজ্ঞাপন নির্মাতাকে অকল্পনীয়ভাবে ভুগিয়েছেন সিডিউল ভেঙে। সব মিলিয়ে ২০১২ সাল পর্যন্ত দেশের শীর্ষ মডেল এবং অন্যতম জনপ্রিয় টিভি তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেও হেরে গেছেন সারিকা জাহান। যার কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন, অল্প সময়ে সারিকার অপরিমিত প্রেম আর বেহিসেবি জীবনই এর জন্য দায়ী। এদিকে নিলয়ের সঙ্গে গেল বছর পাকাপাকিভাবে প্রেমের অবসান ঘটলেও ভালই চলছিল শখের ক্যারিয়ার। বাংলালিংক-আপন জুয়েলার্সের বিজ্ঞাপনসহ বেশ কিছু ভাল নাটকে নিয়মিত দেখা গেছে তাকে। অনেকেই বলেছেন, একসঙ্গে শুরু করে সারিকা আপন দোষে হারিয়ে গেলেও নিজেকে ধরে রেখেছেন বুদ্ধিমতী শখ। না, এমন কথার সত্যতা চলতি সময়ে আর মিলছে না। নেই নতুন বিজ্ঞাপনে। সেই অর্থে দেখা যায় না নাটকেও। মাঝে মধ্যে দু-একটি খণ্ড নাটকে পাওয়া গেলেও তা অনুল্লেখযোগ্য। সারিকার অবর্তমানে যে শখ নাটক-বিজ্ঞাপন এক হাতে শাসন করেছেন প্রায় এক বছর, সেই শখ ক্রমশ ফিকে হয়ে উঠেছেন কেন? শখের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রেম থেকে প্রতারিত হওয়ার হওয়ার পর শখ অনেকটা মিডিয়াকে এড়িয়ে চলছেন। গুটিয়ে নিচ্ছেন নাটক-বিজ্ঞাপনের কাজ। এদিকে অনেক বছর ধরে বড়পর্দায় নিজেকে দাঁড় করানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অভিযোগ রয়েছে নিয়মিত সিডিউল ফাঁসানোর। সব মিলিয়ে হুবহু সারিকার পথ ধরেই যেন পিছিয়ে পড়ছেন শখ। জানা গেছে, শখ সর্বশেষ বি ইউ শুভ’র ‘চতুষ্কোণ’ নাটকে অভিনয় করেছেন। এর বাইরে নতুন কোন বিজ্ঞাপন কিংবা নাটকের খবর নেই। অন্যদিকে বছর তিনেক আগে আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেছেন। নায়ক হিসেবে ছিলেন নাম্বার ওয়ান হিরো শাকিব খান। চলচ্চিত্রটি ব্যবসা সফল হয়নি। ব্যর্থতার দায় কাঁধে এসেছে শখের। এরপর সানিয়াত হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। দু’বছর পেরিয়ে গেলেও ছবিটি
এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। আদৌ দেখবে কিনা সন্দেহ রয়েছে। আর এসব হতাশার গল্প মিলিয়ে সামপ্রতিক সময়ে শখ ক্রমশ পিছু হটছেন। বেছে নিচ্ছেন বন্ধু সারিকার মতো নিঃসঙ্গ জীবন। ছিটকে পড়ছেন মোহময় গ্ল্যামার ভুবন থেকে। এমনটাই আশঙ্কা করছেন শখ-সারিকার মিডিয়াবন্ধুরা।
Prev Post