ফের কলকাতার প্রেক্ষাগৃহে দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। আসছে পূজায় মুক্তি পেতে যাচ্ছে জয়া অভিনীত নতুন ছবি রাজকাহিনি। সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক সৃজিত মুখার্জি। ২০১৩ সালে কলকাতার আর্বত সিনেমায় অভিনয় করেছিলেন এ অভিনেত্রী।
এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, ‘ছবিটি দেশভাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে। এ সিনেমার কাজ করতে গিয়ে মনে হয়েছে যুদ্ধ করছি। নিজেকে সেই সময়ের একজন মনে হয়েছে। এর আগে গেরিলা সিনেমার কাজ করার সময় এমনটা মনে হয়েছিল। তবে পর্দায় আমাকে কেমন লাগবে তা দর্শকরাই ভালো বলতে পারবেন।’
চলতি মাসের ১৫ তারিখে এ সিনেমার ট্রেইলার প্রকাশিত হবে। তারপর সেপ্টেম্বরে প্রকাশিত হবে গানের ভিডিও। তবে ছবিটি মুক্তির আগে প্রচারণা চালানো হবে। এ প্রচারণায় জয়া আহসানও অংশ নিবেন বলে জানিয়েছেন তিনি।
রাজকাহিনি ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শাশ্বত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির, পার্নো মিত্র, লিলি চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, সুদীপ্তা চক্রবর্তী, সায়নী ঘোষ, ধৃতিমান ঘোষ, ঋদিমা ঘোষ, দিতিপ্রিয়া রায়, এনা সাহা, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, ব্রাত্য বসু, কৌশিক সেন, যিশু সেনগুপ্ত প্রমুখ।
রাজকাহিনি ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন- কবির সুমন, শ্রীকান্ত আচার্য, অরিজিৎ সিং, রেখা ভরদ্বাজ, ওস্তাদ রশীদ খান, লগ্নজিতা চক্রবর্তী, রূপঙ্কর, অনুপম রায়, বাবুল সুপ্রিয়, সিধু, রূপম ইসলাম, লোপামুদ্রা মিত্র, শ্রাবণী সেন, অন্বেষা ও কৌশিকী চক্রবর্তী।
Prev Post
Next Post